পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ঘাঞ্চে জেলার খাপলু উপত্যকার গারবোং গ্রামে শুকনো পাতার কাছে একজন বয়স্ক মুসলিম দাঁড়িয়ে আছেন। গ্রামবাসীরা ঠাণ্ডা শীতকালে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে শুকনো পাতা সংগ্রহ করে। এটাই তাদের জ্বালানি। এভাবেই কয়েকটি গ্রামের মুসলিম পরিবারের জীবন চলে।
সূত্র: আরব নিউজ
মোহাম্মদ আলী শিকদার




Leave a comment